চলতি বছর শেষেই হবে প্রাথমিকের টেট

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে গত বছরের মত এবারও ডিসেম্বর মাসেই আয়োজিত হতে চলেছে প্রাথমিকের টেট।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাথমিকের টেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া। পর্ষদ সভাপতি জানিয়েছেন প্ৰতি বছরই দু বার করে নেওয়া হবে প্রাথমিক টেট। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, এখনও পর্যন্ত যা আবেদন জমা পড়েছে তার সংখ্যা প্রায় এক লক্ষ।

অন্যদিকে এখনও আবেদন ফি জমা পড়েনি এমন আবেদনের সংখ্যাটা প্রায় দ্বিগুন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবছর টেটে বসার জন্য কিছু পরীক্ষার্থী-এর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিছুদিন আগে নিয়োগ সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে হলে শিক্ষক-শিক্ষিকাদের D.El.Ed বা D.Ed ডিগ্রি থাকতেই হবে।