বছর শেষের সাথে সাথেই বদলে যাচ্ছে আবহাওয়া। বাড়ছে শীতের আমেজ। কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা কলকাতা। চলতি মাস শেষ হতে বাকি আর কটা দিন, কিন্তু এরই মাঝে ডিসেম্বর শুরুর আগেই শীত এসে হাজির দোরগোরায়৷ হালকা তাপমাত্রার পারদ নামলেও এটা এখনও বলা যাবে না যে জাঁকিয়ে শীত পড়েছে। যদিও শীত পড়ার পরিবেশ কিন্তু তৈরি হয়ে যায় এই সময়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তেমনটা মনে হচ্ছে না। কারণ রয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটি। তাহলে কবে শীত পড়তে পারে বাংলায়, তা নিয়ে কিন্তু এখনও প্রশ্ন।
আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের আগে তেমন ঠান্ডা পড়বে না পশ্চিমবঙ্গে। ততদিন ঠান্ডার পরিবেশ এমনই থাকবে। ভোরবেলা এবং রাতের দিকে তাপমাত্রা কমবে। এদিকে আগামী কয়েক দিনের মধ্যেই বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনাও আছে। যদিও আপাতত উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তা বাংলায় কতটা প্রভাব ফেলবে তা বলা যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে বলা যায়, বাঙালির শীতের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। যদিও কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিগত কিছুদিনে তাপমাত্রার রকমফের দেখা গিয়েছে।