বছর শেষে জাকিয়ে বসেছে শীত

বছর শেষে ধীরে ধীরে চড়ছে শীতের পারদ৷ রাজ্য জুড়ে পড়েছে শীতের পরশ৷ নিম্নচাপের বাধা কাটতেই উত্তুরে হাওয়ায় শুরু হয়েছে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ সপ্তাহের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি৷ আজ তা আরও খানিকটা কমল৷ আগামী কয়েকদিনে ঠান্ডা আরও বাড়তে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের৷ 

আজ পরিষ্কার রোদ ঝলমলে আকাশে বেশ ঠান্ডা অনুভূত হবে৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ গত কয়েকদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রির বেশি৷ পতন হয়েছে সর্বনিম্ন তাপমাত্রারও৷ শহরের সর্বনিম্ন চাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমে এখন পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা। ফলে বলতেই হয়, এ যাবৎ আজই শহরের শীতলতম দিন।

এ বছরে মোটামুটি সময় মতোই ঢুকে পড়েছে শীত৷ তবে বারবার বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বায়ুতে ঢুকে পড়েছিল জলীয় বাষ্প৷ যার জেরে শুরুতেই ধাক্কা খেতে হয়েছিল শীতকে৷ সেই প্রভাব কিছুটা কমতেই জাঁকিয়ে বসেছে ঠান্ডা। অন্যদিকে, উত্তরপশ্চিম ভারতে শৈত্য প্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে৷ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাবে হু হু করে নামছে শীতের পারদ৷

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়ছে শীতের দাপট৷ দার্জিলিং-সহ গোটা উত্তরবঙ্গে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেছে শীত৷ হাওয়া অফিস জানাচ্ছে, এই ভাবে চলতে থাকলে অচিরেই সান্দাকফুতে তুষারপাত দেখা যেতে পারে৷