ম্যাচ শেষে টাইম আউট নিয়ে বললেন শাকিব

সোমবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথম বার ম্যাচে এক নতুন ধরনের আউট দেখতে পাওয়া যায়। যার নাম ‘টাইম্ড আউট’।অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে পৌঁছে না খেলতে পারার অপরাধে আউট হয়ে গেলেন শ্রীলঙ্কার এক ব্যাটার “অ্যাঞ্জেলো  ম্যাথেউজ।” সেই আউটের পর থেকেই শুরু হয় চরম বিতর্ক।

ম্যাচের পর সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর এ বিষয়ে শাকিবকে প্রশ্ন করলে শাকিব উত্তরে বলেন , “অ্যাঞ্জেলো মাঠে নামার আগে দলের এক ফিল্ডার তাঁকে আউট এর আবেদন জানাতে বলেন যে তাঁরা আবেদন করলে আউট পেতে পারে।তাই শাকিব আম্পায়ারের কাছে গিয়ে আবেদন করায় আম্পায়ার শ্রীলঙ্কার ব্যাটারকে আউট ঘোষণা করে দেন।শাকিব এও জানান যে  তিন এক যুদ্ধে নেমেছেন।

তাই তাঁকে এমন সিদ্ধান্ত নিতেই হবে যাতে আমার দল জেতে। তবে এরকম আউট নিয়মের মধ্যে থাকলে আমি ভবিষ্যতেও এই আবেদন করতে পিছপা হব না।” অন্যদিকে চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক সেদিনের ম্যাচের গোটা বিষয় নিয়ে জানান যে, হেলমেটের সমস্যা দেখা দেওয়ার আগেই দু’মিনিট সময় পেরিয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটারের। তাই বাংলাদেশের অধিনায়ক শাকিবের আচরণে কোনও ভুল নেই।