নতুন বছরের শুরুতেই ঠাণ্ডায় কাবু রাজ্যবাসী

গত বছর শেষ হয়ে গেলেও রাজ্যবাসীর দুঃখ ছিল শীতের দেখা নেই রাজ্যে৷ তবে এবার বছর ঘুরতেই ঘুরলো আবহাওয়াও৷ শীতের ধুন্ধুমার ব্যাটিং শুরু হতেই বাধ সেধেছিল পশ্চিমী ঝঞ্ঝা৷ বছরের শুরুতে পারদ নামলেও জাঁকিয়ে বসেনি ঠান্ডা৷ কিন্তু হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বছর পড়তেই শুরু হবে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেল৷ বছরের তৃতীয় দিনে অনেকটা নেমে গেল পারদ৷ 

সোমবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি৷ যা একদম স্বাভাবিক৷ তবে শেষ কিছু দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থেকেছে। তবে সোমবার কিছুটা নামল পারদ। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.২ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সারা দিন বইবে কনকনে উত্তুরে হাওয়া। তবে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ 

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও পারদ পতন হয়েছে৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রির কাছাকাছি। অন্যদিকে, পার্বত্য তরাই-ডুয়ার্স অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন রাজ্যজুড়ে জাঁকিয়েই বসবে শীত। আবহবিদেরা জানিয়েছিলেন, উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ শুরু হলে পূর্ব ভারতে ঠান্ডা বাড়ে। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানায় প্রবল শৈত্যপ্রবাহ শুরু হলেই পূর্ব ভারতে ঢুকে পড়ে কনকনে উত্তুরে হাওয়া৷ সোমবার উত্তুরে হাওয়ায় বেশ শীত অনুভূত হয়েছে৷ তবে কতদিন শীত থাকবে তা নিয়ে সংশয় রয়েছে আবহাওয়াবিদদের একাংশের মধ্যে৷