মাসের শুরুতেই দাম কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের

Estimated read time 1 min read

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সুখবর, এক ধাক্কায় অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের। ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৭২ টাকা কমানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি।

১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এখন আপনাকে দিতে হবে ১৭৮৭ টাকা। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে এই আপডেট দেওয়া হয়েছে। তবে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ৮২৯ টাকাই।

প্রসঙ্গত, প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পর্যালোচনা করে দেশীয় বাজারে এলপিজির দাম কমানো বা বাড়ানো হয়। কেবল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে রান্নার কাজে ব্যবহৃত LPG গ্যাস সিলিন্ডারের দাম পড়েছে। হোটেল, রেস্তোরাঁগুলিতেই ব্যবহার করা হয়।

You May Also Like

More From Author