শিলিগুড় : সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই এর ঘটনায় স্তম্ভিত শহরবাসী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের ২৩ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকার একটি বাড়িতে। জানা গিয়েছে ওই বাড়িতেই একটি মুদির দোকানে একাধিক বার জিনিস নেওয়ার নাম করে দুই যুবক সকাল থেকেই অতিষ্ঠ করে তোলে ওই দোকানের মহিলাকে। অভিযোগ কখনো দেশলাই কখনো ক্রিম বিস্কুট এবং কখনো তামাক জাতীয় দ্রব্য চেয়ে বিরক্তি করেন সুজাতা সাহা কে। এরপর এক প্রকার বিরক্ত হই একটি দেশলাই দিয়ে বাড়ির ভেতরে চলে যান সুজাতা দেবী তারপরেই শটাং বাড়ির ভেতরে প্রবেশ করে ওই দুই যুবক নানান কথার ছলে গলার থেকে সোনার চেন নিয়ে চম্পট দেয় ওই দুই যুবক।
জানা যায় এর পরেই ওই দুই যুবকের পেছনে ধাওয়া করেন এলাকায় প্রাত: ভ্রমনে বেরিয়ে আসা এক ব্যক্তি ! ধরেও ফেলেন তাকে এরপরেই সজোরে ধাক্কা দিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে, সেই জায়গা থেকে স্কুটি নিয়ে চম্পট দেয় দুই যুবক। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার লোক জনের দাবী শিলিগুড়ি পৌর নিগমের ২৩ নম্বর ওয়ার্ড এমন একটি জায়গা যেখানে বহিরাগতদের অবাদ প্রবেশ, সকাল সাতটা বেজে ৩৮ মিনিটের এমন ঘটনা স্তম্ভিত এলাকাবাসী, এ নিয়ে শিলিগুড়ি পৌর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডে পরপর বেশ কয়েকটি ঘটনায় স্তম্ভিত ওয়ার্ডবাসী রা।
এলাকার ২৩ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য বাবলু পাল জানান বেশ কয়েকদিন যাবৎ ভোর বেলার থেকে ২৩ নম্বর ওয়ার্ডের বৈদ্যুতিক পাওয়ার কাট হয়ে যাচ্ছে একটি নির্দিষ্ট সময়ে। আজও সকাল ছয়টা বেজে ৩৫ মিনিটে পাওয়ার কাঠ হওয়ার দুই মিনিটের মধ্যে এই ঘটনা তাতে যোগসূত্র খুঁজছে এলাকাবাসীরা। ঘটনার পর পরই খবর দেয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এলাকার বেশ কিছু বাড়ি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই যুবকের ছবি ও উদ্ধার করেছে পুলিশ।