ভারতের অন্যতম অগ্রণী টাইলস কোম্পানি এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড ২০২২ অর্থবর্ষে তাদের বৃদ্ধির গতি অব্যাহত রাখতে সচেষ্ট। চলতি অর্থবর্ষে কোম্পানির রেভিনিউ ও মার্জিন বৃদ্ধিতে গতিসঞ্চার করছে ‘লো ক্যাপেক্স’ ও ‘অ্যাসেট লাইট মডেল’-সহ স্ট্রাটেজিক গ্রোথ ইনিশিয়েটিভস, অপারেশনাল এফিসিয়েন্সিস, ফিনান্সিয়াল প্রুডেন্স, জিওগ্রাফিক্যাল ও প্রোডাক্ট এক্সপানশন। সম্প্রতি এই কোম্পানি ২২৫ কোটি টাকার একটি রাইটস ইস্যু ঘোষণা করেছে, যা থেকে সংগৃহিত অর্থ ব্যয়িত হবে ‘ডেট’ হ্রাস ও ‘এক্সপানশন’ ঘটানোর কাজে।
২০২১ অর্থবর্ষের ৪র্থ ত্রৈমাসিকে নেট সেলসের ক্ষেত্রে এশিয়ান গ্রানিটোর বৃদ্ধি ঘটেছে ৬৮ শতাংশ, ইবিআইটিডিএ-তে বৃদ্ধি ১০০ শতাংশ ও ইয়ার-অন-ইয়ার নেট প্রফিট বৃদ্ধি হয়েছে ১৮১ শতাংশ। ২০২১ অর্থবর্ষের ৪র্থ ত্রৈমাসিকে এক্সপোর্ট বৃদ্ধি হয়েছে ৪২ শতাংশ এবং ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল মার্কেটে চাহিদা বৃদ্ধি হওয়ায় কোম্পানির ‘অ্যাভারেজ ক্যাপাসিটি ইউটিলাইজেশন’ ছিল ৯৫ শতাংশ। অপারেশনাল এফিসিয়েন্সি, ফিনান্সিয়াল প্রুডেন্স ও হেলদি প্রোডাক্ট মিক্স-এর উন্নতি হওয়ায় কোম্পানির ইবিআইটিডিএ মার্জিন ৯.৫ শতাংশ বেড়েছে ২০২১-এর মার্চে সমাপ্ত ত্রৈমাসিকে।
উল্লেখ্য, এশিয়াল গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের বিশাল প্রোডাক্টস রেঞ্জে রয়েছে সেরামিক ফ্লোর, ডিজিটাল ওয়াল, ভিট্রিফায়েড, পার্কিং, পোর্সেলিন, গ্লেজড ভিট্রিফায়েড, আউটডোর, ন্যাচারাল মার্বল, কম্পোজিট মার্বল ও কোয়ার্টজ, ইত্যাদি।