মণিপাল হাসপাতাল গ্রুপের সাথে মার্জ কলম্বিয়া এশিয়া

মণিপাল হাসপাতাল গ্রুপের সাথে রিব্র্যান্ডেড হয়েছে কলম্বিয়া এশিয়া হাসপাতাল। এই রিব্র্যান্ডিং–এর ফলে স্বা্স্থ্য পরিষেবার ক্ষেত্রে মণিপাল হাসপাতাল গ্রুপের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেল। আশা করা যায় এর ফলে দেশব্যাপী মণিপাল হাসপাতাল গ্রুপে চিকিৎসারত রোগীরা সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা পাবেন। 

এই রিব্র্যান্ডিং-এর ফলে শুধু কলম্বিয়া হাসপাতালই নয় দেশব্যাপী ছড়িয়ে থাকা মণিপাল হাসপাতালের ২৭টি ইউনিটকে একই ছাতার নীচে নিয়ে আসা হবে। প্রসঙ্গত, কলম্বিয়া ও মণিপাল হাসপাতাল দীর্ঘদিন ধরেই সমাজের বিশিষ্ট বর্গকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছে। এই রিব্র্যান্ডিং বা একএীকরণের ফলে সংস্থাটি আজ দেশের ১৪টি শহরে, ৭,০০০ শয্যা, ৪,০০০ চিকিৎসক এবং ১১,০০০ কর্মচারীর দক্ষ টিম সহ ২৭ টি হাসপাতাল উন্নত পরিষেবা প্রদান করছে। যার উদ্দেশ্য হল, প্রতিটি রোগীকে সাশ্রয়ী মূল্যের সর্বোত্তম স্বাস্থ্য পরিষবা প্রদান। সল্টলেকেস্থিত মনিপাল হসপিটালের, হসপিটাল  ডিরেক্টর শ্রী অরিন্দম ব্যানার্জি বলেন, আমাদের আশা এই রিব্র্যান্ডিং-এর ফলে আরও অনেক বেশি সংখ্যক রোগী আধুনিক স্বাস্থ্য পরিষেবার সুফল ভোগ।