অশোক লেল্যান্ডের পোর্টফোলিয়ো প্রসারণ

ভারতের অগ্রণী কমার্সিয়াল ভেহিকেল নির্মাতা অশোক লেল্যান্ড পশ্চিমবঙ্গে তাদের লাইট কমার্সিয়াল ভেহিকেল (এলসিভি) রেঞ্জে লঞ্চ্‌ করল ‘বড়া দোস্ত্‌’। ‘দোস্ত্‌’ ব্র্যান্ডের মজবুত ভিত্তিতে দাঁড়িয়ে তৈরি করা হয়েছে ‘বড়া দোস্ত্‌’। এই ভেহিকেলের কাস্টমার-সেন্ট্রিক অফারিংসে রয়েছে আধুনিক টেকনোলজি ও ড্রাইভার কমফর্ট। একইসঙ্গে এটি যেমন কনটেম্পোরারি, তেমনই ফিউচারিস্টিক। আধুনিক বিএস-৬ ইঞ্জিন বিশিষ্ট বড়া দোস্ত্‌ এসেছে দুইটি ভেরিয়েন্টে (আই৪ ও আই৩), সঙ্গে আছে যথাক্রমে বেস্ট-ইন-ক্লাস ১৮৬০ কেজি ও ১৪০০ কেজি পেলোড ক্যাপাসিটি। পশ্চিমবঙ্গের সবরকম সড়কের পক্ষে উপযোগী ‘বড়া দোস্ত্‌’। বড়া দোস্ত্‌ শহর ও আন্তঃশহর কাজের জন্য একেবারে আদর্শ ভেহিকেল।

বড়া দোস্তে রয়েছে ফার্স্ট-ইন-সেগমেন্ট ৩-সিটার ওয়াকথ্রু কেবিন ও পাওয়ার স্টিয়ারিং। গ্রাহকদের ইচ্ছানুসারে এসি মডেলেও পাওয়া যাবে। বড়া দোস্ত্‌-এর দাম এরকম – ৮.১৯ লক্ষ টাকা ও ৮.৩৯ লক্ষ টাকা (আই৩ এলএস ও এলএক্স) এবং ৮.৩৪ লক্ষ টাকা ও ৮.৫৪ লক্ষ টাকা (আই৪ এলএস ও এলএক্স)।