ষষ্ঠীর সন্ধ্যায় পুজোর মণ্ডপে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। চিরাচরিত ভিড় টিকিয়ে রেখেছে দাদাভাই স্পোর্টিং ক্লাব সহ মায়াদেবী সার্বজনীনও।ভিড়ের প্রতিযোগিতায় কোনও অংশে পিছিয়ে নেই সেন্ট্রাল কলোনি, হায়দার পাড়া, শক্তিগড়, চম্পাসারি, দাদাভাই স্পোর্টিং ক্লাব, সুব্রত সংঘ।মণ্ডপের ভিড় স্বাভাবিক ভাবে নেমেছে পথেও। বড় পুজোগুলিতে যাওয়ার রাস্তায় তীব্র যানজট। এমনটাই জানিয়েছে পুলিশ।
শুক্রবার, ষষ্ঠীতেও খোলা ছিল বহু অফিস। সে কারণে নিত্যযাত্রীর ভিড় ছিল রাস্তায়। সকাল থেকে রাস্তায় দর্শনার্থীদের ঢোল নামলেও সন্ধ্যার পর তা আরও দ্বিগুণ বেড়ে যায়।পুলিশ সূত্রে খবর, দর্শনার্থীদের রাস্তা পারাপারের কারণে পথে তীব্র যানজট। তবে গাড়ি থমকে নেই। ধীর গতিতে চলছে সকল গাড়ি। যেখানে আধ ঘণ্টার রাস্তা সেখানে পৌঁছতে সময় লাগছে মোটামুটি এক ঘণ্টা।
পুলিশ সূত্রে খবর, বড় পুজোগুলি দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। তাঁরা হেঁটে রাস্তা পার হচ্ছেন বলে বিঘ্নিত হচ্ছে গাড়ি চলাচল। সে কারণে শক্তিগড়, সুভাষপল্লী, হায়দার পাড়া, ঘোগোমালী, মাটিগাড়া মতো রাস্তায় যানজট বেশি। তবে অনিয়ন্ত্রিত নয়। সপ্তমী থেকে তা কয়েক গুণ হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে ভিড় নিয়ন্ত্রণের জন্য রাস্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।