রায় খারিজ হওয়ায়, বিপাকে বহু নিয়োগপ্রার্থী

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়।

এবার থেকে উচ্চপ্রাথমিকের পার্শ্বশিক্ষকরা প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় আর অংশ নিতে পারবেন না। ২০২২ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয়কুমারের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ২০২২ সালের নিয়োগে উচ্চপ্রাথমিকের প্যারাটিচার বা পার্শ্বশিক্ষকরা আর প্রাইমারি প্যারাটিচার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। যেহেতু দুই পৃথক প্রক্রিয়া তাই পূর্ববর্তী সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করা হয়েছে। আদালতের এই রায়ের পরই বিপাকে বহু নিয়োগপ্রার্থী।