ভোটের দিন যতো এগিয়ে আসছে ততোই কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দ মুখরিত হচ্ছে জলপাইগুড়িতে

ভোটের বাকি আটদিন। যত ভোটের দিন এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় বাহিনীর বুটে শব্দ মুখরিত হচ্ছে জলপাইগুড়ি শহর থেকে গ্রামান্তরে। একদিকে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ অন্যদিকে বাড়ি বাড়ি ভোট গ্রহণ কর্মসূচি তে অংশগ্রহণ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

জলপাইগুড়ি সদর ব্লকে বুধবার বাড়ি বাড়ি ভোট গ্রহণ চলবে। তার আগে সকাল ৮ টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জড়ো হয়েছেন সদর বিডিও অফিসে। সেখান থেকে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে গ্রামে গ্রামে ভোট গ্রহণ করতে যাবেন।

শেখ আব্দুল রাউফ নামক এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জানায় জলপাইগুড়িতে শান্তিপূর্ণ ভাবেই সব কিছু চলছে। এখনও কোন অশান্তির খবর নেই।