মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আছি – বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

সম্প্রতি কুনাল ঘোষ থেকে অপরূপা পোদ্দার সকলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট মারফত জানিয়েছেন আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন প্রধানমন্ত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এই মন্তব্যকে আমল দিতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়। আজ শুক্রবার এক সংবাদমাধ্যমের তরফে এসএসসি-তে নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে, তিনি জানান, ‘আমার নাম দুর্নীতিতে জড়ায়নি, চেষ্টা করেও পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আছি।’ আসলে ‘আমি যতদিন ছিলাম, দুর্নীতির অভিযোগ আসেনি। এরপরেই নাম না করে কুনাল ঘোষের প্রেক্ষিতে পার্থ বাবুর মন্তব্য! আমাদের দলের কোন বিজ্ঞ কী বলল, তা নিয়ে কিছু বলব না। কার সময় হয়েছে, এটাতে আমি বিশ্বাসী নই।’

পাশাপাশি, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, ‘অভিষেক তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ নেতা। তবে মমতাকে সামনে রেখে তুলনা করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের মুখ্যমন্ত্রী। কে মুখ্যমন্ত্রী হবেন, এই মুহূর্তে তা ভাবতেই পারছি না। অভিষেক তো বলেছে, ২০ বছর সরকার নিয়ে ভাববে না। তারপরও কেন লোকে বলে জানি না।’