মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে গেলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ! বছর শেষে বড় ঘোষণা অরবিন্দের। বিধানসভা নির্বাচনের পর ফের দিল্লির মসনদ আপের দখলে গেলে, রাজ্যের পুরোহিত ও গুরুদ্বারের গ্রন্থীরা পাবেন মাসিক ১৮ হাজার টাকার ভাতা। বছরের শেষলগ্নে এই বিশেষ ঘোষণায় দিল্লিবাসীকে কার্যত চমকে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সাংবাদিক বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। এই বৈঠকেই তিনি ‘পূজারি গ্রন্থী সম্মান যোজনা’ নামে এক নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন। কী এই প্রকল্প? কারা কারা পাবেন এই সুবিধে? তা বিস্তারিতভাবে জানান অরবিন্দ। তিনি বলেন, ‘দেশে প্রথম এমন কিছু হচ্ছে। পুরোহিত এমন একটা শ্রেণি যাঁরা কোনও আচার-অনুষ্ঠানের ধারা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে দিয়ে যান। তাঁরা নিজেদের পরিবারের দিকে ধ্যান দেন না। আমরাও তাঁদের দিকে ধ্যান দিই না। এই প্রকল্পের অধীনে যে সমস্ত মন্দিরের পূজারী এবং গুরুদ্বারের গ্রন্থীরা রয়েছেন তাঁরা প্রতি মাসে ১৮ হাজার টাকা করে সাম্মানিক পাবেন। এই রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে আগামীকাল থেকে। আমি নিজে হনুমান মন্দির থেকে সেই কাজ শুরু করব।’
আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচন। নির্বাচনে দিল্লিবাসীর মন জয় করতে একের পর এক প্রকল্প ঘোষণা করছেন আপ সুপ্রিমো। কয়েকদিন আগেই তিনি ‘সঞ্জীবনী যোজনার’ কথা ঘোষণা করেছিলেন। এই যোজনা অনেকটা আমাদের রাজ্যের ‘স্বাস্থ্যসাথী প্রকল্পের’ মতো। মূলত ৬০ বছরের ঊর্ধ্বে থাকা বয়স্ক নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে এই যোজনা। আজ পুরোহিতদের জন্য মাসিক ভাতার কথা ঘোষণা করলেন তিনি। তবে প্রকল্পের কথা ঘোষণার পাশাপাশি বিজেপিকে বিঁধে কেজরি বলেন, ‘আমি বিজেপিকে অনুরোধ করছি, রেজিস্ট্রেশনের কাজে যেন তারা বাধা না দেয়। পুরোহিতরা ভগবানের সঙ্গে আমাদের সেতু তৈরি করে। এই কাজে বাধা দেওয়া পাপের সমতুল্য হবে।’