পূর্বনির্ধারিত সময়ের বেশ কিছুক্ষন পরেই সিজিওতে রুজিরা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সমস্ত কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইডি’র তলবে সাড়া। নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পরে সিজিও কমপ্লেক্সে অভিষেক পত্নী।

সোমবারই বিমান বন্দরে বাধা, আর তারপরই কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে গোয়েন্দা সংস্থা ইডি।

জানা গিয়েছে, একেবারে প্রশ্নমালা নিয়ে তৈরি রয়েছেন ইডির তদন্তকারীরা। জোর তৎপরতা চলছে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। ইডি সূত্রে খবর, ইডি’র ডেপুটি ডিরেক্টর পঙ্কজ কুমারের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ওই দলে থাকা তিন দুঁদে আধিকারিক আজই রাজধানী থেকে কলকাতায় পৌঁছন বলেও জানা গিয়েছে।