শিলিগুড়িতে গবাদিপশু পাচার করতে গিয়ে গ্রেফতার ২

শিলিগুড়ি অভিনব কায়দায় গরু ও মহিষ পাচারের চেষ্টা। ২০টি গবাদি পশু সহ গ্রেফতার ২। গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে ফুলবাড়ি সংলগ্ন গঠমা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গবাদি পশু ভর্তি ওই লরিটিকে আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

তুষের বস্তার আড়ালে গবাদি পশুগুলি পাচার করা হচ্ছিল। জানা গিয়েছে, বিহার থেকে অসমে পাচার করা হচ্ছিল গরুগুলি। এই ঘটনায় গাড়ির চালক এবং সহকারী চালককে আটক করেছে পুলিশ। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।