গ্রেফতার আমির খান! বাড়ি থেকে উদ্ধার ১৭ কোটি ৩২ লক্ষ টাকা

শেষ রক্ষা হল না। গার্ডেনরিচ কাণ্ডে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার হলেন ব্যবসায়ী আমির খান। অনলাইন গেম প্রতারণার অভিযোগে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার কথা রয়েছে তাঁকে।

 

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর সাতসকালে গার্ডেনরিচের শাহী আস্তাবল রোডের বাসিন্দা ব্যবসায় আমির খানের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। বেশ কিছুক্ষণ তল্লাশির পর তদন্তকারীদের হাতে আসে বান্ডিল বান্ডিল টাকার নোট। রাত ৯টা নাগাদ নোট গণনা শেষ হয়। জানা যায় মোট অর্থের পরিমাণ ১৭ কোটি ৩২ লক্ষ।