আবার এজলাজে কেঁদে ফেললেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

আবার এজলাজে কেঁদে ফেললেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। বুধবার, ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। সেখানেই আবার কেঁদে ফেলেন অর্পিতা।

এদিন এজলাসে অর্পিতা মুখোপাধ্যায় আবেদন জানান, যেন তাঁকে তাঁর মায়ের সঙ্গে কথা বলতে দেওয়া হয়। তাঁর অভিযোগ, তিনি ফোন করার অনুমতি পাচ্ছেন না।

এদিকে ভার্চুয়াল মাধ্যমে অর্পিতা বিচারককে বলেন,মায়ের সঙ্গে কথা বলতে চাই। ৬৫ দিন ধরে আছি। একটু কথা বলতে চাই। এ কথা বলেই হাউহাউ করে কেঁদে ফেলেন অর্পিতা। চোখ মুছে তার পর বলেন,আমার মায়ের বয়স হয়েছে। মাকে ফোন করার জন্য আবেদন করা হয়েছে। ২৫ বা ২৬ অগস্ট আবেদন করেছিলাম। বলার পরেও কেঁদেই চলেন অর্পিতা।

এদিন অর্পিতার আইনজীবী আদালতকে একটি কাগজ তুলে ধরে জানান, অর্পিতা যাতে তাঁর মায়ের সঙ্গে কথা বলতে পারেন সে জন্য আবেদন করা হয়েছে।