প্রাণহানির সম্ভাবনা পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের। ব্যাঙ্কশাল কোটে এমনই বিস্ফোরক দাবি করেছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীর দাবি, গোয়েন্দাদের হেফাজত থেকে সরিয়ে জেলে নিয়ে যাওয়া হলে অর্পিতাকে খুন করে দেওয়া হতে পারে। তাই জেলে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কি অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে।
জেল সূত্রে খবর,গতকাল আদালতের নির্দেশ মতো প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। সেখানে বিশেষ ঘরে নিরাপত্তায় রাখা হয়েছে অর্পিতাকে। রাতে কিছু খায়নি অর্পিতা, কান্নাকাটি করে কাটিয়েছেন সারারাত। কিন্তু সকালে অর্পিতাকে চা,বিস্কুট দেওয়া হয়। এমনটা সূত্র মারফত জানা গিয়েছে।