শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর গাড়ি

সেনাবাহিনীর গাড়িতে বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হলো চারজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৩ নং ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায়।

জানা গিয়েছে, বুধবার সকালে সেনাবাহিনীর একটি গাড়িতে ওই বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করছিল গ্যারেজের কর্মচারীরা। সেই সময় গাড়ির ভেতরে থাকা বাতানুকুলিত যন্ত্রের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে গ্যারেজের তিন কর্মী এবং একজন সেনাকর্মী গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ মানিক দে।

এলাকাবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই গ্যারেজে অবৈধভাবে গাড়ির বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করা হচ্ছিল। কাউন্সিলর এবং প্রশাসন বিষয়টি নিয়ে কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি। ঘটনার পর ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পানিটাঙ্কি ফাঁড়ির পুলিশ।