আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে মারাকানা স্টেডিয়ামে সংঘর্ষ, মাঠ ছাড়লেন মেসি

রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বুধবার আগামী ২০২৬ সালের বিশ্বকাপের ম্যাচের ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে ছিল বাছাই পর্ব। কিন্তু ম্যাচ শুরুর আগেই ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। যা দেখে প্রতিবাদে সমর্থকদের সাথে নিয়ে মাঠ ছাড়লেন লিয়োনেল মেসি। ফলে ৩০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ।

এদিন ভারতীয় সময় অনুসারে ভোর ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।খেলা শুরুর আগে দুই দল লাইনে দাঁড়িয়েছিলেন নিজেদের দেশের জাতীয় সঙ্গীত গাইতে।কিন্তু সেই সময়ই আচমকা স্টেডিয়ামের থাকা দু’দেশের সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি।

যা দেখে রীতিমতো অবাক হয়ে যায় দু’দেশের ফুটবলাররাই।যা সামাল দিতে পুলিশ শুরু লাঠিচার্জ। যার ফলে দু’দলেরই বহু সমর্থকই আহত হন।এরপর পরিস্থিতি সামাল দিয়ে সেই ম্যাচ শুরু হয় ভোর সাড়ে ৬টা নাগাদ এবং সেই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে দেয়।