‘ফ্যামিলি নিয়ে আছি বলে কি অ্যাকশন ভুলেছি ভাবছিস’? বললেন সুজিত রিনো দত্ত

Estimated read time 1 min read

কথায় বলে, সবুরে মেওয়া ফলে। দেবের ছবি ‘খাদান’-এর ক্ষেত্রেও তাই হয়েছে। এতদিন দেব ইঙ্গিত দিয়েছিলেন যে ‘খাদান’ হতে চলেছে টলিউডের গেম চেঞ্জার ছবি। পোস্টারটিতে একটি একেবারে নতুন গল্প দেখানো হয়েছে যা তিনি বাংলা চলচ্চিত্রের পর্দায় বলতে চলেছেন। গল্পে থাকবে অ্যাকশন, রহস্য, রোমাঞ্চ, প্রতিবাদ ও প্রতিরোধ। ‘খাদান’ টিজারেও একই ইঙ্গিত দিলেন টলিউড সুপারস্টার। কামালকে আবারও ‘অ্যাকশন হিরো’ অবতারে দেখা চলেছেন তিনি। সমসাময়িক কমার্শিয়াল বাংলা ছবির একজন সুপারস্টার হুঙ্কার দিয়েছিলেন – ‘ফ্যামিলি নিয়ে আছি বলে কি অ্যাকশন ভুলেছি ভাবছিস? ছবির পরিচালক সুজিত রিনো দত্ত।

কয়লা খনির অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে দেব ‘খাদান’ তৈরি করেছেন বলে আগেই জানা গেছে।  মুক্তি পাওয়া টিজার দেখেই ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর কথা মনে পড়ল অনেকরই। কেউ আবার দক্ষিণের কেজিএফ-এর মতো ছবির কথা বলছেন। যে দৃশ্যে নায়ক এবং তার সঙ্গী (যীশু সেনগুপ্ত) একটি চলন্ত মালগাড়ির ওয়াগন ভাঙার দৃশ্যটি গায়ে কাঁটা দেওয়ার মতো। দেবের মুখে জ্বলন্ত বিড়ি দেখা গেল। ঠিক যেন রজনীকান্ত! আর ভক্তরা দাড়িওয়ালা, লম্বা-গাঢ়-সুদর্শন চেহারায় ক্যারিয়ারের প্রথম দিকের নায়কের আভাস পাবেন ভক্তরা। ভক্তদের দেওয়ার জন্য তিনি যে গোপনে নিজেকে তৈরি করে নিচ্ছিলেন তার প্রমাণ এই টিজারে।  

 তিনি বছরের পর বছর ধরে বিভিন্ন চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। কখনো ব্যঙ্গ-সমালোচনা সঙ্গী হয়েছে আবার কখনো প্রশংসা পেয়েছেন চলচ্চিত্র সমালোচক ও দর্শক-ভক্তদের কাছ থেকে। বাংলা সিনেমার ইতিহাসে মাত্র ৩টি সিনেমাই আয় করেছে ১০ কোটির বেশি। তালিকার শীর্ষ দুটি ছবি হল দেবের ছবি ২০১৭-এর ‘আমাজন অভিযান’ এবং ২০১৩-এর ‘চাঁদের পাহাড়’। দেবের এই ছবিও যে রেকর্ড ব্যবসার পথে হাঁটতে পারে তার ইঙ্গিত রয়েছে। শুধু তাই নয়, এটা বলার অপেক্ষা রাখে না যে এই ছবিটি দক্ষিণী ছবি ‘কেজিএফ’, ‘পুষ্প’, ‘বাহুবলী’কে চ্যালেঞ্জ করবে। ২০ ডিসেম্বর মুক্তি পাবে দেবের ‘খাদান’। আপাতত ঝালকেই মন জয় করেছেন সুপারস্টার দেব।

You May Also Like

More From Author