‘কারার ওই লৌহ কপাট’ গান নতুনভাবে সাজিয়ে ক্ষোভের মুখে এ আর রহমান

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাদের প্রতিহত করে ভারতীয় সেনারা। সেই সময়ের যুদ্ধের ঘটনা অবলম্বনে বলিউড পরিচালক রাজা কৃষ্ণ মেনন একটি অ্যাকশন থ্রিলার মুভি ‘পিপা’ তৈরি করেন। আগামীকাল ওটিটিতে মুক্তি পেতে চলেছে ছবিটি। তবে এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবির একটি গান ‘কারার ওই লৌহ কপাট’।

কবি কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি ‘পিপ্পা’ ছবিতে ব্যবহার করা হয়েছে। গানটি নতুনভাবে সাজিয়েছেন অস্কারজয়ী গায়ক এ আর রহমান। কিন্তু শ্রোতা, ভক্ত কেউই গানটি শুনে খুশি হতে পারেননি। পরিবর্তে, অনেকে গানটির মন্তব্য বিভাগে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কিছু গান আছে, যেগুলো আজও গুজব দেয়, দেশপ্রেমের চেতনা মনকে নাড়া দেয়। আর এর মধ্যে একটি গান ‘কারর ওই লৌহ কপাট’। এই গানটি নতুনভাবে সাজিয়েছেন এ আর রহমানসহ বেশ কয়েকজন বাঙালি গায়ক। তারা হলেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযূষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ।

কিন্তু এই গানটি অনেকেই পছন্দ করেননি। সোশ্যাল মিডিয়া এবং গানটির কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্য করছেন বেশিরভাগ নেটিজেনরা। বাঙালিরা যেভাবে এই গান শুনে আসছে তার সঙ্গে তারা কোনো মিল খুঁজে পাননি।