ওমিক্রনকে রোধ করতে বুস্টার ডোজের অনুমোদন

বিশ্ব জুড়ে চিন্তা বাড়ছে করোনা সংক্রমণের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হদিশ মেলায় দেশজুড়ে বুস্টার ডোজের চাহিদা বেড়েছে। এবার ডিসিজিআইয়ের কাছে বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন চাইল সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

কেরল, কর্ণাটক, রাজস্থান, ছত্তীশগড় ইতিমধ্যেই কেন্দ্রের কাছে বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছে। ওমিক্রন সংক্রণের কথা মাথায় রেখে বুস্টার ডোজ ব্যবহার করার অনুমোদন দেওয়ার কথা সিরামের তরফে জানানো হয়েছে। করোনা টিকার দু’টি ডোজ সম্পন্ন হওয়া ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিতে আর্জি জানানো হয়েছে৷ বিদেশ থেকে বিমানে দেসে ফেরা যাত্রীদের প্রথম দিন পরীক্ষা করেই ৬ জনের কোভিড রিপোর্ট পজিটিভ।

বিভিন্ন দেশ থেকে আসা ১১টি আন্তর্জাতিক বিমানের ৩ হাজার ৪৭৬ জন যাত্রীর কোভিড ১৯ পরীক্ষা করা হলে, ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। ভারতে করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে বিবৃতিতে এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জেনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য। এহেন পরিস্থিতিতে ওমিক্রনে আক্রান্ত হয়নি যে দেশগুলি, সেখান থেকে আসা যাত্রীদের জন্যও বিভিন্ন নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় তরফে। এই পরিস্থিতিতে বুস্টার ডোজ প্রয়োগ করার দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন মহলই। 

করোনার নয়া প্রজাতি ওমক্রিনের হানায় আতঙ্কিত সমগ্র বিশ্বই। এখনও পর্যন্ত বিশ্বের ২৩টি দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সেই তালিকা ক্রমশ দীর্ঘতর হচ্ছে৷ এই পরিস্থিতিতে ভারতেও করোনার নতুন প্রজাতির হদিশ মেলায় দেশের বিভিন্ন নানা প্রান্তে বুস্টার ডোজের চাহিদা বেড়েছে। ডিসিজিআইয়ের কাছে বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড ব্যবহার করার অনুমতিও চেয়েছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া৷ এখন দেখার এহেন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডিসিজিআই বুস্টার ডোজ প্রয়োগের অনুমতি দেয় কি না৷