গত সপ্তাহের সপ্তাহের বৃহস্পতিবার ছিল রামনবমী। এই উপলক্ষে বাংলায় মিছিল বেরিয়েছিল। কিন্তু আচমকাই হাওড়ায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষ ছড়াল। রামনবমীর মিছিলেই হামলার অভিযোগ ওঠে, ব্যাপক হিংসার ঘটনাও ঘটে। জ্বলছে আগুন। ভাঙচুর করা গাড়ি, দোকান বাজার। সোমবার রাতেও চার নম্বর রেলগেটে ব্যাপক বোমাবাজি চলে।
রাজ্যের পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ৩৫৫ অনুচ্ছেদ জারির আর্জি জানিয়েছে রাজ্য বিজেপি। মমতা শাসনকালে পূর্বে বহুবার রাজ্যে ৩৫৬ ধারা জারির আবেদন জানিয়েছে এসেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে এ বার আর ৩৫৬ নয়, রাজ্যপাল বোসের কাছে ৩৫৫ অনুচ্ছেদ জারির আর্জি বঙ্গ বিজেপির।
প্রসঙ্গত,হাওড়ায় অশান্তির পরই রাজ্যপালকে ফোন করে ঘটনার কথা শুনেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহর কথা হয় সুকান্ত মজুমদারের সঙ্গেও। প্রসঙ্গত জানিয়ে রাখি এমন করার সংস্থান সংবিধানে রয়েছে। এই বিষয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির কথায়, “এমনটা করা যায়। তবে সবটাই নির্ভর করছে রাজ্যপাল কেমন রিপোর্ট দিচ্ছেন তার উপরে।’’