পোর্ট ব্লেয়ারে হোটেল খুলল Apeejay Surrendra Park

আন্দামান- নিকোবারের পোর্ট ব্লেয়ারে হোটেল জোন কানেক্ট চালু করল Apeejay Surrendra Park Hotels Limited। উল্লেখ্য, বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে এটি Apeejay Surrendra Park-র প্রথম হোটেল। 

বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৫ মিনিটের  দূরত্বে অবস্থিত, জোন কানেক্ট পোর্ট ব্লেয়ার ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাদা বালুকাময় সমুদ্র সৈকতের সৌন্দর্য তার গেস্টদের সামনে তুলে ধরে। উল্লেখ্য, এই ফোর্থজোন কানেক্ট হোটেলটি মূল আকর্ষণের কাছাকাছি অবস্থিত যেমন – সেলুলার জেল, কালাপানি মিউজিয়াম, রস আইল্যান্ড, ওয়ানডুর সানসেট বিচ, চিদিয়াটাপু সবই অল্প ড্রাইভিং দূরত্বের মধ্যে রয়েছে। 

হোটেল জোন কানেক্টে ২৪টি রুম রয়েছে। যা গেস্টদের  আরামদায়ক এবং আনন্দদায়ক থাকার প্রতিশ্রুতি দেয়। এছাড়াও রয়েছে ক্যাফে সি,  ডাইনিং; কো-বার, একটি পুল গ্রে জোন- যেখানে ১৫ জন একসাথে মিটিং করতে পারবে এবং পুলসাইড লন – যেখানে ৫০০ জন লোক থাকতে পারে। দ্য পার্ক হোটেলের জেনারেল ম্যানেজার বিকাশ আহলুওয়ালিয়া বলেন,  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের  পোর্ট ব্লেয়ারে আমরা আমাদের প্রথম হোটেল খুলতে পেরে গর্বিত।