আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ রয়েছেন জেল হেফাজতে। ১৪ দিনের জেল হেফাজতের পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের আদালতে তোলা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে।

পার্থর আইনজীবী শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তাঁর জামিনের আবেদন করেছিলেন এবার। কিন্তু ব্যাঙ্কশাল আদালত সেই আর্জি নাকচ করে দিয়েছে। বরং দুজনকেই আবার জেল হেফাজতে পাঠানো হয়েছে।

এদিন আদালত জানিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্থাৎ জেলের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে তাঁদের। পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয়েছে, জেল হেফাজতে থাকাজালীন ইডি দুজনকেই জিজ্ঞাসাবাদ করতে পারবে।

এদিন অবশ্য কয়েকটি বিস্ফোরক দাবি আদালতে করেছেন ইডির আইনজীবী। দাবি করা হয়েছে, অর্পিতার জীবন বিমার টাকা দিতেন পার্থ নিজেই। তাঁর ফোনেই আসত মেসেজ। জীবন বিমাগুলির নমিনি হিসাবে পার্থর কাছেই এই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকত।

ইডির তরফে জানান হয়েছে, পার্থর ফোন পরীক্ষা করেই এই তথ্য সামনে এসেছে। এছাড়াও আরও বিস্ফোরক দাবি করে জানান হয়েছে, বিমা সংক্রান্ত জিজ্ঞাসাবাদের পর বয়ানের কাগজ ছিঁড়ে ফেলেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিকে আদালত চত্বরেই আজ পার্থ চট্টোপাধ্যায় নিজে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন, ”নো ওয়ান উইল বি স্পেয়ারড। এভরিথিং উইল বি প্রুভড।” অর্থাৎ, কেউ ছাড় পাবে না। সব প্রমাণ হয়ে যাবে।

এখন একটাই বিষয়, কাদের নিয়ে বা কী ভিত্তিতে এই কথা পার্থ চট্টোপাধ্যায় বললেন? এর উত্তর পেতে মরিয়া সকলে। আগেই একাধিকবার ষড়যন্ত্রের তত্ত্ব শোনা দিয়েছে তাঁর মুখে। সেইরূপ কিছু ইঙ্গিতই আজ আবার দিলেন তিনি।