বাজেয়াপ্ত হলো অনুব্রতর সম্পত্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কিছুদিন হল ফিরেছেন জেল থেকে।

এরই মাঝে জোর বিপাকে অনুব্রত। গরু পাচার মামলায় ফের একবার অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জানানো হয়েছে, গরু পাচার মামলায় অনুব্রত, তার পরিবার, সহযোগী সংস্থাগুলির স্থাবর সম্পত্তি প্রাথমিক ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা সম্পত্তির তালিকায় অনুব্রত ওরফে কেষ্টর নামে থাকা ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।

ইডি সূত্রে খবর, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে জমা মোট অর্থের পরিমাণ ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা। ইডি জানিয়েছে, গরু পাচার মামলায় এখনও পর্যন্ত ৫১ কোটি ১৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।