রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে তিহাড় জেলেই যেতে হল গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। আগেই সেখানে বন্দি আছেন সায়গল হোসেন, মনীশ কোঠারি। এবার তাঁদের সঙ্গে জেলবন্দি হলেন বীরভূমের এই তাবড় নেতা। অনুব্রত মণ্ডলকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।
গত ৭ মার্চ আসানসোল থেকে দিল্লি নিয়ে যাওয়া হয় এই তৃণমূল নেতাকে। তৃণমূল নেতার মেয়ে সুকন্যাকেও তলব করা হয়েছিল কিন্তু তিনি সেই তলবে সাড়া দেননি। অনুমান করা হচ্ছে, আগামী দিনে হয়তো তাঁকেও আটক করতে পারে ইডি। কিন্তু আপাতত ‘কেষ্ট’ নিজের জেল যাত্রা কোনও ভাবেই আটকাতে পারলেন না।
এখন তিহাড় জেলে সায়গল হোসেন, মণীশ কোঠারি ছাড়াও বন্দি রয়েছেন এনামুল হক। তাদের সঙ্গেই এবার সেখানে যোগ দিচ্ছেন অনুব্রত মণ্ডল। তবে নিজের জেল যাত্রা আটকাতে শেষ চেষ্টাও করেছিলেন তৃণমূল জেলের মধ্যে হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়েছিল তিনি। কিন্তু সেই রকম কোনও নির্দেশ এদিন আদালত দেয়নি।