আসানসোলেই ফিরতে চাইছেন অনুব্রত

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মাত্র কিছুদিন হল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঠাঁই হয়েছে তিহাড় জেলে। কিন্তু এই ক’দিনেই সেখানে আর মন টিকছে না কেষ্টর। তাই ফের আসানসোল সংশোধনাগারে ফেরার জন্য আদালতের দ্বারস্থ হলেন অনুব্রত। এই মর্মে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানিয়েছেন অনুব্রতর আইনজীবী।

অনুব্রতর আইনজীবী এ ব্যাপারে সাত পাতার একটি আবেদন জমা করেছেন আদালতে। তাতে বলা হয়েছে, অনুব্রতর বিরুদ্ধে মূল মামলা দায়ের হয়েছে কলকাতায়। তাঁকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লিতে নিয়ে এসেছে। ইতিমধ্যেই সেই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়েছে। তাঁকে দিল্লিতে রাখার আর প্রয়োজনীয়তা নেই। তাই আসানসোল সংশোধনাগারেই ফেরানো হোক অনুব্রতকে।

দিল্লির তিহাড় জেলে রয়েছেন অনুব্রত। ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগেই তিহাড় থেকে আসানসোল সংশোধনাগারে নিয়ে যাওয়ার আবেদন জানালেন অনুব্রতর আইনজীবী। বিরোধীদের দাবি আসানসোল সংশোধনাগারে অনুব্রত মণ্ডল রীতিমতো ‘জামাই আদরে’ থাকতেন। অর্থাৎ আসানসোল সংশোধনাগারকে নিজের ‘হোম গ্রাউন্ড’ হিসেবেই দেখেন অনুব্রত।