গোপন জবানবন্দিতে অনুব্রতর নাম, এর পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে – সিবিআই

খারিজ হল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। ১৪ দিনের সিবিআই হেফাজতের পর গরু পাচার মামলায় এবার জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। বুধবার আসানসোল সিবিআই আদালতে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী। তাদের তরফে আদালতে দাবি করা হয়, ‘ এটা একটা চেন বিজনেস। কেউ একজন জড়িত নন, অনেকেই জড়িত। অনেক ষড়যন্ত্রকারী রয়েছে এই দুর্নীতিতে। বড় ষড়যন্ত্র রয়েছে। ‘

সিবিআই এর দাবি, এই দুর্নীতিতে পরিবহণের ভূমিকা উল্লেখযোগ্য। আদালতে সিবিআই জানায়, ‘ গরু পাচারের ক্ষেত্রে আমরা অনেকের গোপন জবানবন্দি রেকর্ড করেছি। যেখানে মূল নাম উঠে এসেছে অনুব্রত মণ্ডলের। বিএসএফ’এর ভূমিকাও আমরা তদন্ত করছি। একজনকে গ্রেফতার করা হয়েছে। ‘ সেই সঙ্গে আরও দাবি, অনেক সরকারিকর্মীর ভূমিকা সম্পর্কে জেনেছে সিবিআই। হাট থেকে গরু নিয়ে যাওয়া হত। সেখান থেকে নিয়ে গিয়ে পাচার করা হত। একটা বড় চেন বিজনেস। সিবিআই এর দাবি এই সবকিছুর পিছনে মাস্টারমাইন্ড এনামুল হক । অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিরুদ্ধে এনামুলের বয়ান আছে। অনুব্রত মণ্ডলের নির্দেশেই সায়গল টাকা পেতেন।