আসানসোল আদালতে অনুব্রত!

ফের আজ আদালতে অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে,এদিন সকালে অনুব্রতকে নিয়ে আসানসোল আদালতের পথে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকেরা। ১০ দিনের সিবিআই হেফাজত শেষে আজকে আসানসোলে বিশেষ আদালতে তোলা হবে অনুব্রতকে।

আসানসোল আদালতে কংগ্রেসের বিক্ষোভ

এদিকে, আসানসোল আদালতে কংগ্রেসের বিক্ষোভ। মাছ নিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এরপরেই আসানসোল আদালতের বাইরে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

উল্লেখ্য, শুক্রবার সকালে ৪৫ বিঘা জমির উপর তৈরি ব্যোম ভোলে চালকলে অভিযান চালাল সিবিআই। তদন্তকারীদের ঢুকতে বাধা দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। প্রায় ৪০ মিনিট পর ঢোকে সিবিআই। ঢুকেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। চালকলের ভিতরে রয়েছে একের পর এক দামি গাড়ি। যেগুলির দাম মধ্যবিত্তের কল্পনার বাইরে। আশ্চর্যের ব্যাপার, অনুব্রত সরকারি পদে না থাকলেও এই সব গাড়িতে সাঁটানো রয়েছে ‘পশ্চিমবঙ্গ সরকার’ লেখা স্টিকারও।

ব্যোম ভোলে রাইস মিলের ভিতরে রয়েছে মোট পাঁচটি গাড়ি। রয়েছে একটি হুড খোলা মহিন্দ্রা থর। গাড়ির নম্বর ডাব্লুউ বি ৪বি ৬৯৬৬।  মালিকানা অনুব্রতের ব্যক্তিগত সচিব অর্ক দত্তের নামে। আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।

একটি মহিন্দ্রা আল্ট্রাজ জি৪ গাড়িও রয়েছে চালকলের গ্যারেজে। নম্বর ডাব্লুই বি ৫৪বি ৯৫৫৫। মহিন্দ্রা আল্ট্রাজ জি৪ গাড়িটির আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা।

রয়েছে ফোর্ড এন্ডেভারের মতো দামি গাড়িও। এই গাড়ি চড়েই এসএসকেএমে চিকিৎসা করাতে যেতেন অনুব্রত। গাড়ির নম্বর ডাব্লুউ বি৫৪ ইউ৬৬৬৬। ব্যবসায়ী প্রবীর মণ্ডলের নামে রয়েছে এই গাড়ি। তাঁর অভিযোগ,’বিশ্বকর্মা পুজোর সময় ঠিকাদারির টেন্ডার পেতে ৪৬ লক্ষ  টাকার গাড়ি দিয়েছিলাম। সেই সঙ্গে নগদ পাঁচ কোটি টাকা। টেন্ডার পাইনি। গাড়ি চাইলে গেলে গাঁজা কেস দেওয়ার ভয় দেখান।’

চালকলের গ্যারেজে রয়েছে একটি মহিন্দ্রা-৫০০ গাড়িও। ডাব্লুউ বি৫৪ জেড ৪১৭৬ নম্বরপ্লেটওয়ালা সতীর্থ ট্রাস্টের নামে এই গাড়িটি কেনা হয়েছিল। বর্তমানে গাড়ির আনুমানিক দাম সাড়ে ২০ লক্ষ টাকা।

এছাড়া উত্তরাখণ্ডের নম্বরপ্লেট যুক্ত টাটা সুমো উদ্ধার করেছে সিবিআই। গাড়ির নম্বর ইউএ ০৪ ৭১৮৩। আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। এটাই অনুব্রত চড়তেন বলে জানা গিয়েছে।