দিল্লিতে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে অনুব্রত ও তার কন্যাকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডি হেফাজতে দিল্লিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ছিল শুনানি। জানান হল, আরও ১১ দিন অনুব্রতকে হেফাজতে রেখে জিজ্ঞাবাদ করবে ইডি।

•    প্রথমত, অনুব্রতর গরুপাচার মামলার বেশ কয়েকজন অভিযুক্ত পলাতক
•    দ্বীতিয়ত, সেই অভিযুক্তরা বাংলাদেশে পলাতক
•    তৃতীয়ত, বাংলাদেশেই গেছে গরু পাচার সংক্রান্ত বেশ কিছু নথি
•    চতুর্থত, অনুব্রত মণ্ডল মামলায় জড়িত ১২ জনকে তলব করতে হবে

এই ১২ জনের মধ্যে রয়েছেন অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, অনুব্রতর মুখোমুখি বসিয়ে এঁদের জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা। সবমিলিয়ে মামলা ক্রমশ দীর্ঘ হচ্ছে। পাশাপাশি দীর্ঘ হচ্ছে অনুব্রতর হেফাজতের মেয়াদও। পাশাপাশি, জেরা করা হতে পারে অনুব্রতর ব্যক্তিগত হিসেব রক্ষক মণীশ কোঠারি সহ বেশ কয়েকজনকে। ইডির হেফাজত অনুব্রতকে সুস্থ রেখেই তদন্তে গতি বাড়াতে চায় তা এককথায় স্পষ্ট।