এবছর কান ফেস্টিভ্যালে দেখা যাবে আনুস্কা শর্মাকেও

১৬ মে থেকে কান চলচ্চিত্র উৎসব শুরু হবে। সেখানে দেখা যাবে আনুস্কাকে। এমনটাই জানিয়েছেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনিন। সম্প্রতি আনুশকা বিরাট কোহলির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিরাট কোহলি এবং আনুশকা শর্মার সঙ্গে দেখা হয়ে দারুণ লেগেছে। কান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আনুশকার জন্য শুভকামনা।’

বিয়ের পর বলিউডের এই অভিনেত্রী অনেক কাজ করছেন। সংসার নিয়ে নিজেকে ব্যস্ত রাখতেন। এদিকে এমন উত্তেজনা ভক্তদের।
কিন্তু এখন প্রশ্ন হল, কানে কোন চরিত্রে দেখা যাবে আনুশকাকে?
কান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানে একটি পুরস্কার প্রদান করবেন আনুশকা। তার সঙ্গে থাকবেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট।

এর আগে, দীপিকা পাড়ুকোন 75 তম কান ফিল্ম ফেস্টিভ্যালে জুরিবোর্ডের সদস্য ছিলেন। এছাড়াও ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সোনম কাপুর কসমেটিক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন। এবার আনুশকাকেও দেখা যাবে ছবির এই বড় আয়োজনে। এই উৎসব চলবে ২৭ মে পর্যন্ত।