নির্বাচনি প্রচারে এসে তৃণমূলকে তুলোধোনা অনুরাগ ঠাকুরের

মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে বাংলা। নির্বাচনি প্রচারে এসে বাগডোগরা বিমানবন্দরে এই মন্তব্য করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।সেই সঙ্গে এদিন কংগ্রেসের বিরুদ্ধেও একাধিক মন্তব্য করেছেন বিজেপির এই সর্বভারতীয় নেতা। সোমবার সকালে উত্তরবঙ্গে নির্বাচনি প্রচারে এসেছেন অনুরাগ ঠাকুর। এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্টের হয়ে প্রচারে এসেছেন বলে খবর।

 আজ দুপুরে পাহাড়ে রাজু বিস্টের সঙ্গে প্রচার কর্মসূচি রয়েছে বলে বিজেপি সূত্রে খবর। আজ বিকেলেই উত্তরবঙ্গে আসার কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির।এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে।

 বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটালেও তাদের ঘাঁটি এই বাংলা। শুধু তাই নয়, এই তৃণমূল সরকার অপরাধীদের আড়াল করে। রাষ্ট্রদ্রোহী, অত্যাচারী, দুর্নীতিবাজদের সুরক্ষা দেয়। এই রাজ্যের তৃণমূল নেতা মন্ত্রীদের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। মানুষ আর সেসব মেনে নেবে না। এবারের নির্বাচনে বাংলার মানুষ ব্যালটে যোগ্য জবাব দেবে।