বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় কিছুটা স্বস্তিতে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল।
সম্প্রতি নতুন করে অনুব্রতর নামে আরও কিছু বেনামী সম্পত্তির হদিশ মিলেছে। এই সূত্র ধরে আইনের ৫০ নম্বর ধারার উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয়ে, বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে নতুন করে হেফাজতে নিতে চায় ইডি।
তবে এর বিরোধীতা করে কেষ্টর আইনজীবি সম্পৃক্তা ঘোষাল বলেন, উক্ত আইনে কেবল তাদেরই হেফাজতে নেওয়া যায়, যারা পুলিশ বা বিচারবিভাগীয় – কোনও হেফাজতেই নেই। তবে তার মক্কেল অনুব্রত জেল হেফাজতেই রয়েছেন, তাই এই ধারার প্রয়োগ হতে পারে না। সবদিক বিচার করে বিচারক রঘুবীর সিং খারিজ করে দেন বিচারপতি।