শীঘ্রই আসন্ন করোনার তৃতীয় ঢেউ। সব চেয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা। তাই দেশজুড়ে শীঘ্রই শুরু হবে শিশুদের ভ্যাকসিনেশন। একের পর এক সংস্থা আবেদন করছে শিশুদের টিকাকরণের জন্য। এবার শিশুদের জন্য আরও একটি ভ্যাকসিন আসতে চলেছে৷ ওষুধ সংস্থা জনসন অ্যান্ড জনসন ভারতে ১২-১৭ বছর বয়সি শিশুদের ভ্যাকসিন পরীক্ষার অনুমতি চেয়েছে। প্রাপ্ত বয়স্কদের পর এবার ১২-১৭ বছরের শিশুদের ট্রায়ালের অনুমতি চাইল মার্কিন টিকা প্রস্তুতকারী সংস্থা। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাবিয়া জানিয়েছেন যে, শিশুদের জন্য কোভিড ভ্যাকসিনের যে গবেষণা চলছে, তার ফলাফল আসতে পারে আগামী মাসেই৷ একই সঙ্গে তিনি জানান যে, বাচ্চাদের জন্য কোভিড টিকাও ‘খুব শীঘ্রই’ পাওয়া যাবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান যে, ‘আমাদের লক্ষ্য প্রত্যেক নাগরিককে টিকা দেওয়া। শিশুদের জন্য কোভিড ১৯ ভ্যাকসিন তৈরির প্রস্তুতি চলছে৷ এই বিশেষ গবেষণার জন্য ইতিমধ্যে জাইডাস ক্যাডিলা এবং ভারত বায়োটেককে অনুমতি দিয়েছে সরকার। আশা করছি আগামী মাসে গবেষণার ফলাফল আসবে। আমি নিশ্চিত যে শিশুদের জন্য টিকা খুব শীঘ্রই পাওয়া যাবে।’
প্রসঙ্গত, এর আগে চলতি মাসের শুরুতেই দেশে প্রাপ্ত বয়স্কদের টিকাকরণের অনুমোদন পেয়েছে জনসন অ্যান্ড জনসন সংস্থা। তারও আগে ফেব্রুয়ারি মাসে জরুরী ভিত্তিতে আমেরিকায় অনুমোদন পেয়েছিল এই সংস্থার টিকা। হায়দরাবাদের বায়োলজিকাল-ই নামক সংস্থার সঙ্গে মিলিত চুক্তিতে ভারতে এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে। করোনা সংক্রমণ রুখতেও ৮৫ শতাংশ কার্যকরী সিঙ্গেল ডোজের এই ভ্যাকসিন।