চলতি বছরই দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাই গামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো ছিল মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা! বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পরে ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস।
ট্রেনটির ২১টি কামরা লাইনচ্যুত হয়েছে। চার-পাঁচজনের মৃত্যু হয়েছে। ওদিকে আহতের সংখ্যা ৭০ এর বেশি। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা কিছুজনের। ট্রেনটি বক্সার স্টেশন ছেড়ে যাওয়ার পর প্রায় ৪০ কিলোমিটার দূরে রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছানোর পরই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজতে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে রেল। ৪ মাস আগেই ওড়িশায় এক ভয়াবহ রেল দুর্ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। করমণ্ডলের সেই ঘা এখনও দগদগে। এরই মধ্যে ফের বড়সড় দুর্ঘটনা।