দুর্ঘটনার কবলে আরও এক ট্রেন

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। এরই মধ্যে সামনে আরেক রেল দুর্ঘটনার খবর। এবার সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেসে ছড়াল আগুন আতঙ্ক।

রেল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরের দিকে সেকন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেস আপ ট্রেনটির একটি কামরা থেকে হঠাৎই ধোয়া বেরোতে দেখেন যাত্রীরা। আচমকা এরম বিপর্যয় দেখে ভয় পেয়ে যান অনেকেই। আতঙ্কে, ভয়ে চিৎকার শুরু করেন সেখানে উপস্থিত সকলেই। তবে কিছু একটা সমস্যা হয়েছে বুঝতে পেরে বুদ্ধি করে ট্রেনের চেন টানেন কয়েকজন যাত্রী। তৎক্ষণাৎ ট্রেনটি থেমে যায়।

খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলকর্মীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এক্সপ্রেস ট্রেনটির এই কামরাতে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। তবে সেই আগুন ওই কামরা থেকে কতটা ছড়িয়ে পড়েছে তা এখনও জানা যায়নি। ট্রেনটি আজ ফের চালানো হবে কি না সেই বিষয়েও এখনও পর্যন্ত রেল তরফে কোনো খবর মেলেনি।