করোনার দ্বিতীয় ঢেউ থেকে অনেকটাই সামলে উঠেছে রাজ্য। রাজ্যের করোনা সংক্রমণ নিম্নমুখী। ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছে রাজ্য। তাই এবার ধীরে ধীরে লকডাউন নিয়ম শিথিল হচ্ছে কিছুটা। এই পরিস্থিতিতে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। আজ বৃহস্পতিবার থেকে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। আজ, জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। এবার আরও এক তীর্থক্ষেত্রে ঢুকতে পারছেন ভক্তরা। সকাল-বিকেল মিলিয়ে মোট ৭ ঘণ্টা খোলা থাকবে। করোনাকালে সতর্কতা মেনে ইতিমধ্যেই খুলে গিয়েছে কালীঘাট মন্দির। শর্ত মেনে খুলেছে তারকেশ্বর মন্দিরের দরজাও।
আপাতত প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভবতারিণীর মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা। অন্যদিকে, দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের কঠোরভাবে মেনে চলতে হবে কোভিড বিধি।