আরও একটি ক্যাঙারু শাবক উদ্ধার। তবে এবার জীবিত নয় মৃত অবস্থায় ক্যাঙারু শাবক উদ্ধার করলো বন দফতর। এই নিয়ে কয়েকঘন্টার ব্যবধানে চারটি ক্যাঙারু উদ্ধারের ঘটনা ঘটলো জলপাইগুড়ি তে ।
প্রথম দুটি ক্যাঙারু উদ্ধার হয় শুক্রবার রাতে বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন গজলডোবার ক্যানেল রোড এলাকা থেকে। রাতেই শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ফাড়া বাড়ি এলাকা থেকে আরও একটি ক্যাঙারু উদ্ধার হয়। এদিন সকালে ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকা থেকে আরও একটি ক্যাঙারু শাবক উদ্ধার হয়।
তবে এটি মৃত অবস্থায় উদ্ধার হয়েছে বলে বন দফতর জানিয়েছে। একের পর এক ক্যাঙারু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যাঙারু গুলো কে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রাথমিক তদন্তে অনুমান বন দফতরের।