ফের হাতির হানার ঘটনা ঘটলো ডুয়ার্সে

ফের হাতির হানার ঘটনা ঘটলো ডুয়ার্সে। হাতি হানায় ক্ষতিগ্রস্ত দুটি ঘর।

জানা গেছে, গতকাল গভীর রাতে পশ্চিম মাদারিহাটে একটি বুনো হাতির দল প্রবেশ করে। জলদাপাড়া জঙ্গল থেকে বুনো হাতি প্রবেশ করে এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায়। বুনো হাতির দল এলাকার বাসিন্দা সুখদেব কার্জি ও আমজাদ হোসেনের ঘর ও রান্না ঘর ভেঙ্গে দেয় এবং ঘরে রাখা জিনিসপত্র ক্ষতি করে।
এলাকার বাসিন্দারা জানান, ইদানিং ঘন ঘন হাতির হানার ঘটনা ঘটছে পশ্চিম মাদারিহাট এলাকায়। আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা।