চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ কিন্তু ডেঙ্গির প্রকোপ কমার কোনও লক্ষণ নেই। সম্প্রতি বেলেঘাটা আইডি হাসপাতালে আরও একজনের ডেঙ্গিতে মৃত্যু হয়েছে বলে খবর।
হাসপাতাল সূত্রে খবর, শেষ ক’দিন ধরেই ওই রোগী জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা ওই ব্যক্তির ডেঙ্গি পরীক্ষা করানো হয়েছিল। তাতে রিপোর্ট পজিটিভ আসে।
গত কয়েকমাস ধরে রাজ্যজুড়ে এইভাবেই ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার এবং মৃত্যুর খবর আসছে। কলকাতা পুরসভা, রাজ্য সরকারের তরফে একাধিক ব্যবস্থা করা হলেও ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করা যেন সম্ভবই হচ্ছে না। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে একাধিকবার বৈঠক করে পুরসভা এবং জেলায় জেলায় বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে। ফিভার ক্লিনিক চালু করা থেকে শুরু করে মশা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।