ঝড়ের পূর্বে আচমকাই দেখা দিল আরেক বিপদের। রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আতঙ্কে সময় কাটছে বঙ্গবাসীর। কথা ছিল আজ ওড়িশা ও বাংলার উপকূলে আছড়ে পড়ার কথা ইয়াস – এর। কিন্তু তার আগে গতকাল বিকেলে আচমকাই ব্যান্ডেল চার্চের মাথার দেখা গেল ‘টর্নেডো’। যার জেরে প্রায় তছনছ হয়ে গিয়েছে ব্যান্ডেল, হালিশহর ও বীজপুর সংলগ্ন এলাকা। মুহূর্তের তাণ্ডবে কার্যত ধ্বংসলীলা চালালো এলাকায়। কয়েক মুহূর্তের জন্য নৈহাটি সহ হালিশহরে একাধিক এলাকা তছনছ করল ‘টর্নেডো’। কমপক্ষে প্রায় ৮০ টি বাড়ির টালি বা টিনের ছাউনি উড়ে গিয়েছে। মোট ৮টি বড় বড় গাছ ও একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার খবর মিলেছে।
বালিভাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘ব্যান্ডেল চার্চ সংলগ্ন খালের পাশের দোকানগুলি এই ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়ে।’ এলাকার দোকানদারের সঙ্গে কথা বলেন তিনি। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের আগাম মোকাবিলায় হুগলিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। জেলা সংক্রান্ত যে কোনও বিপদে ০৩৩২৬৮১২৬৫২, ০৩৩২৬৮০০১১৫, ৮১০০১০৬০২২, ৮১০০১০৬০৪১ এই নম্বরগুলিতে ফোন করা যাবে।