প্রকাশ্যে এলো বীরভূমের আরও এক দুর্নীতি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের বীরভূম থেকে খোঁজ মিলল কোটিপতি কনস্টেবলের।

রামপুরহাট থানায় কর্মরত কনস্টেবল মনোজিৎ বাগীশের সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে। ইতিমধ্যেই আয় বর্হিভূত সম্পত্তির অভিযোগে কনস্টেবল মনোজিৎ বাগীশকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা বীরভূমে এসে গ্রেফতার করে তাকে।

মনোজিৎ নিজের বান্ধবীকে ১১ লাখ ৭৫ হাজার টাকা দামের গাড়ি উপহার হিসেবে দিয়েছেন। প্রায় ১০ লাখ টাকার জীবন বিমান রয়েছে তার। রয়েছে ১২টি ফিক্সড ডিপোজিট। সবমিলিয়ে যার মূল্য প্রায় ৭৬ লাখ টাকা। বারুইপুরে রয়েছে পেল্লায় বাড়ি। মনোজিতের মতো সামান্য কনস্টেবল থেকে কোটি কোটির সম্পত্তির খোঁজ মেলায় শোরগোল ফেলেছ গোটা রাজ্যে।