রাজ্যে এবার আরও এক দুর্নীতির অভিযোগ উঠল

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে যত দিন এগোচ্ছে ততই যেন বেড়ে চলেছে রাজ্যের দুর্নীতির তালিকা।

ইতিমধ্যেই MBBS কোর্সের ভর্তিতেও অনিয়মের বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার তথ্যও চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে এই কোর্সে ভর্তির অভিযোগে মামলা হয়েছে। এছাড়াও, তফশিলি উপজাতির জন্য নির্দিষ্ট আসনে তফশিলি জাতির পড়ুয়া ভর্তির অভিযোগও রয়েছে।

পুরো বিষয়টি স্পষ্ট করতে পড়ুয়াদের নাম-ঠিকানা দিয়ে বিস্তারিত তথ্য তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ থেকেও তথ্য তলব করা হয়েছে। যেই তালিকায় রয়েছে কলকাতা মেডিক্যাল সহ ন্যাশনাল মেডিক্যাল ও আরজি কর মেডিক্যালও।