লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই একাধিক দাবি নিয়ে হাইকোর্টে ছুটেছে বিরোধীরা।
পাল্টা সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। তবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা। তার নিয়োগ নিয়েও উঠছে প্রশ্ন। এই আবহেই এবার নির্বাচন কমিশনার নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তা চ্যালেঞ্জ করে সোজাসুজি হাইকোর্টে গেলেন নব্যেন্দু অধিকারী নামে এক জনৈক ব্যক্তি। এই নিয়ে মামলার করার অনুমতি চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। এই সপ্তাহেই শুনানি হতে পারে।