রাজ্য সরকারের তরফে আবার একবার বড়ো ঘোষণা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে

প্রকল্প চালুর পর থেকেই উঠেছিলো একাধিক অভিযোগ। এরই মাঝে রাজ্য সরকারের তরফে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ নিয়ে আবারও বড় সিদ্ধান্ত নেওয়া হলো। ৫০ হাজার পড়ুয়াকে এই প্রকল্পে সুবিধোভোগীর তালিকায় আনতে চাইছে নবান্ন।

তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আগামী নভেম্বরের মধ্যে আরও ১৫ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ‌্যমাত্রা নিয়েছে রাজ্য। আপাতত ৩৫ হাজার পড়ুয়াকে এই ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। বাকিদের কার্ড দেওয়ার কাজ আগামী ২ মাসের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে।

সম্প্রতি এই ইস্যুতে বৈঠক হয়েছে। এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নতুন আবেদনকারীরা যাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পায় তা নিশ্চিত করতে হবে। এই বিষয়ে প্রথম সারির ব্যাঙ্কগুলির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী গত বছর জুন মাসে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটির সূচনা করেছিলেন।

এই প্রকল্পে উচ্চ শিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা চার শতাংশ সুদে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ঋণ হাতে পাওয়ার ১৫ বছরের মধ্যে তা শোধ করতে হবে। সম্প্রতি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে শিক্ষক দিবসের অনুষ্ঠানেও এই কার্ড সম্পর্কে অবগত করেন মুখ্যমন্ত্রী। জানান, এই কার্ড থাকলে ১০ লক্ষ টাকা পর্যন্ত উচ্চশিক্ষার জন‌্য ঋণ পায় পড়ুয়ারা।