ফের কন্টেনারে করে লক্ষাধিক টাকার কাঠ পাচারের চেষ্টা

আবারো কোটি টাকার কাঠ পাচার রুখে দিল বেলাকোবা বনদপ্তর। গতকালের পর আজ ভোর রাতে আবারো ৭০ লক্ষ টাকার অবৈধ বার্মা টিক কাঠ বাজেয়াপ্ত করলো বেলাকোবা বনদপ্তর।

বনদপ্তরের চোখে ধুলো দিয়ে কন্টেনারে করে আবারো কাঠ পাচারের চেষ্টা পাচারকারীদের। অবশেষে শনিবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকা থেকে বার্মাটিক কাঠ বোঝাই একটি কন্টেনার গাড়ি আটক করে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তরের কর্মীরা।

শনিবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকায় রাতভর চলে বিশেষ অভিযান। আর তাতেই মিলে যায় সাফল্য। অবশেষে একটি ১৪ চাকার কন্টেনার আটক করে বন কর্মীরা। সেই গাড়ির ভিতরেই লুকানো ছিল প্রায় সত্তুর লক্ষ টাকার বার্মা টিক কাঠ। বনদপ্তর সূত্রে জানা গেছে আসাম থেকে দিল্লি উদ্দেশ্যে যাচ্ছিল এই গাড়িটি।
এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আনসার। তিনি হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে। আগামীকাল তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।